১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

কিশোরগঞ্জে বজ্রপাতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের উত্তর ভৈরবপুর এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা কামাল আঙ্গুর (৪৫)। নিহত আঙ্গুর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের লায়েছ বেপারীর ছেলে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় নিহত হন আঙ্গুর।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে প্রচুর বৃষ্টিপাত হয় শহরের বিভিন্ন এলাকায়। বৃষ্টির কারণে আঙ্গুরের বাসার ছাদে পানি জমে। সাড়ে ৮টার দিকে ছাদের জমে থাকা পানি সরাতে তিনি ছাদে ওঠেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি আহত হন। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী বেবী আক্তার ও দুই ছেলে, দুই মেয়ে নিয়ে আঙ্গুরের সংসার ছিল। বড় মেয়ে আঁখি আক্তার স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী। ব্যক্তিগতভাবে অত্যন্ত মিশুক স্বভাবের মানুষ ছিলেন তিনি। তাঁর এই অকালমৃত্যুতে রাজনৈতিক মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আঙ্গুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি মো. শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২২, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ