আন্তর্জাতিক ডেস্ক:
আইভরিকোস্টে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানে এখন পর্যন্ত অন্তত ১৫ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার দেশটির সরকার একথা জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার বর্ষা মৌসুম তিন থেকে চার মাস পর্যন্ত স্থায়ী হয়। এ সময় পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ২০১৪ সালে বর্ষা মৌসুমে ১৬ জন ও গত বছর ৩৯ জন মারা যান। খবর এএফপি’র। দেশটির যোগাযোগমন্ত্রী ব্রুনো কোনে বলেন, আজ মোট ১৫ জনের মৃত্যু ও ২৫ জন আহত হয়েছে। মারা যাওয়া অধিকাংশই বস্তি এলাকার বাসিন্দা। এরা পাহাড়ের পাদদেশে কুঁড়ে ঘরে বাস করতো।
দৈনিক দেশজনতা/এন এইচ