নিজস্ব প্রতিবেদক:
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হাসি। সকল ভেদাভেদ ভুলে একই সুরে মেতে উঠা। তাই ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর কর্মরত মানুষগুলো ছুটে চলেন গ্রামের বাড়ি। ফলে ঘরে ফেরা মানুষদের জন্য ঈদে থাকা বাড়তি ব্যবস্থা। আজ ২২ জুন (বৃহস্পতিবার), বিআরটিসির বাসের ঈদ স্পেশাল সার্ভিস শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এবারও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ২২ জুন (বৃহস্পতিবার) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু হয়েছে। বিআরটিসির এ স্পেশাল সার্ভিস চলবে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এর আগে গত ২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসির অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে গতকাল বুধবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
দৈনিক দেশজনতা/এন এইচ