১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

আপনার আজকের রাশিফল

মেষ : আজ নিজেকে নিয়ে যাবেন অনেক উচ্চতায়। আজ আপনার মধ্যে এসে ভর করবে পৃথিবীর সমস্ত রঙ। কর্মস্পৃহাও টের পাবেন ভরপুর। গ্রহের বিষুবীয় ঘূর্ণনের মাঝে নিজেকে হারাবেন না। আর্থিক সমস্যায় ভুগতে পারেন। যাত্রায় অনাকাঙ্খিত দুর্ভোগ পিছু নিবে।

বৃষ : আজকে আশ্চর্য হয়ে যাওয়ার মতো কিছুর সম্মুখীন হতে হবে আপনাকে এবং তা অবশ্যই ইতিবাচিক অর্থে। কর্মক্ষেত্রে স্থিরতা বিরাজ করবে। অন্যদিকে মনোনিবেশ করার জন্য পর্যাপ্ত সময় আজ পেয়ে যাবেন। আজ প্রেম ছুটবে আপনার পিছু পিছু। ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ। আর্থিক দিক দিয়ে দিয়ে দিনটি আজ মন্দা অবস্থায় যাবে।

মিথুন : জড়িয়ে যাবেন সামাজিক কোনো কাজে। এতে মনের তুষ্টি পুনরায় ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য বিষয়ক আলোচনা কিংবা এ বিষয়ে কারো সঙ্গে সাক্ষাত শুভ হবে। গ্রহের প্রতি কৃতজ্ঞতা জানাবেন কিনা তা জানি না, তবে গ্রহ আজ আপনাকে সন্তুষ্ট রাখবে প্রেম ও ভালোবাসার দিক দিয়ে। কর্মক্ষেত্রে পূর্বাবস্থা বিরাজ করবে। আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

কর্কট : দিনের কোনো একটি সময়ে বিস্তৃত এক জনসমুদ্রের মাঝে নিজেকে আবিস্কার করবেন। শিক্ষাক্ষেত্রে আজ সম্মানিত স্থানে অবস্থান করবেন। পরিচিত মানুষের সাথে আজ কলহ বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। প্রণয়ে মনোমালিন্য হতে পারে। তবে ভ্রমণ খাতে অর্থ প্রাপ্তি ঘটতে পারে।

সিংহ : আজকে নিজেকে অনেক ঝামেলা থেকে মুক্ত মনে হবে। তাই কর্মক্ষেত্র নিয়ে আজ মাথা ঘামানোর কিছু নেই। গ্রহচক্রে, দিনটিতে আজ অর্থ লাভের প্রভাব লক্ষণীয়। ভ্রমণে আজ পছন্দসই অনুভূতির স্পর্শ পাবেন। পরিবারকে সময় দিন সেটা আপনার জন্যই ভালো।

কন্যা : নিজেকে আরো আত্মবিশ্বাসী হতে হবে। দিনটি আজ আপনাকে ভিন্নভাবে সাহায্য করবে। আর সেটা হতে পারে চিন্তার ক্ষেত্র তৈরি করে দিবে মগজে। বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ আপনি পৌঁছে যেতে পারেন সাফল্যের দুয়ারে। শিল্প সাহিত্যের দিকে ঝোঁক বেড়ে যাবে। অর্থ প্রাপ্তি অনিশ্চিত। তবে ভ্রমণের জন্য দিনটি শুভ। আত্মীয়-স্বজনদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে।

তুলা : আজ ভালো খারাপের দারুণ মিশেল থাকবে দৈনন্দিন ঘটনাপ্রবাহে। মেজাজ সারাদিনই স্থিতিশীল থাকবে। প্রেমঘটিত সমস্যায় পড়তে পারেন। এমন কি ঝামেলা মোড় নিতে পারে বিরহে। কাজের চাপ বাড়তে থাকলে ভিন্ন কৌশল অবলম্বন করে নিজেকে বাঁচান। নয়তো অসুস্থ হয়ে পরার সম্ভাবনা রয়েছে। অর্থাগমনের নতুন পথ আসছে।

বৃশ্চিক : আপনি যদি দীর্ঘদিন ধরে উদ্যম ধরে রাখা মানুষ হন তো আজ হঠাৎ ছন্দ হারানোর সম্ভবনা রয়েছে। আর যদি আপনি হতাশ ধরনের মানুষ হয়ে থাকেন, তাহলে ছন্দপতনের সূক্ষ্মতা আপনার চোখে ধরা নাও পড়তে পারে। আজ কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পাশ থেকে খোঁচা দিতে থাকে যে সব সহকর্মী তাদের মুখে চুনকালি পড়বে। অর্থযোগও শুভ।

ধনু : কোনো অনুভূতি আপনাকে আজ কাঁদাবে। আপনি না চাইলেও আপনার পিছু আজ ছাড়বে না সেসব অনুভূতি। শিক্ষাক্ষেত্রে বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখুন নইলে সামনের দীর্ঘ পরিকল্পনাটি ভেস্তে যাবে। আপনিই একমাত্র পারবেন আপনার সমস্যাগুলোকে ভেঙে সমাধানের পথ খুঁজে বের করতে।

মকর : গ্রহের প্রদক্ষীণ পথে অনাকাঙ্খিত মেঘের উপস্থিতি বলে দিচ্ছে- মকরের ব্যক্তিত্ব ক্রমেই ঢাকা পড়ছে। প্রেমের তীব্রতর প্রকাশের বিপরীতে যথেষ্ট সাড়া পাচ্ছে না ভালোবাসার মানুষটি। কর্মক্ষেত্রে সহকর্মীরা অত্যন্ত জটিল অবস্থা সৃষ্টি করতে পারে আপনার বিপরীতে। অর্থ ব্যায়ের আশঙ্কা রয়েছে।

কুম্ভ : আপনি কেমন থাকবেন তা আপনার উপরই নির্ভর করছে আজ। আপনাকে কেউ আজ খুঁজে পাবে না। প্রেম আপনাকে আজ স্বস্তিতে রাখবে। আজ অর্থ পানির মতো ভেসে যাবে আপনার কাছ থেকে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ঘরে আত্মীয় আসবে।

মীন : সাবধানে থাকাই ভালো। বিবাদে জড়িয়ে যাবেন না। সময়টা খুবই গোলমেলে আপনাকে সবাই ফাঁসাতে চাইবে। বন্ধুদের মধ্যে সবাই আপনাকে পছন্দ করলেও আপনার সঙ্গ তারা নিতে চাইবে না কোনো এক কারণে। আপনি সে কারণ খুঁজে বের করুন এবং তার সমাধানের পথ খুঁজুন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২১, ২০১৭ ৯:৪৬ অপরাহ্ণ