নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি ও তার বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি করায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও এরশাদের বিশেষ দূত জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কঠোর সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বুধবার দুপুরে জাতীয় সংসদে বাজেটের ওপর দেয়ায় বক্তৃতায় তিনি এ সমালোচনা করেন। এ সময় বাবলু সংসদে উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমদ জাপার সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলুকে উদ্দেশ্য করে বলেন, আপনি অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেন। এরশাদের বয়স নিয়ে চিন্তা করেন না? যিনি আপনাকে একবার মহাসচিব বানান, আবার বাদ দেন। তার বয়সতো অর্থমন্ত্রীর চেয়ে ৫ বছর বেশি।
তোফায়েল বলেন, জিয়াউদ্দিন বাবলু অর্থমন্ত্রীকে বিদায় নেয়ার কথা বলেছেন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসবে, তিনি ততবারই অর্থমন্ত্রী হবেন। কারণ, তার ওপর প্রধানমন্ত্রীর আস্থা আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা। এদেশের মানুষের যা কল্যাণকর প্রধানমন্ত্রী তা ঠিক করবেন।
দৈনিক দেশজনতা /এমএইচ