২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কি.মি. যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শুরু হওয়ার আগেই মহাসড়কগুলোতে যানজটের ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখী মানুষ। মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে যানজট শুরু হয়ে বেলা ১২টা পর‌্যন্ত অব্যাহত আছে। রোজা রেখে দীর্ঘ যানজট পোহাতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। কুমিল্লাগামী যাত্রী আজগর হোসেন বলেন, সকাল থেকে দীর্ঘ যানজটে আটকা পড়ে আছি। যানজটের কারণে অফিসগামী যাত্রীদের নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। ঈদের আগেই মহাসড়কগুলোতে তীব্র যানজট।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাশেম আলী মুন্সী জানান, ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কি.মি. যানজট দেখা দেয়। বুধবার সকালে মেঘনা ব্রিজের উপরে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। ফলে ঢাকামুখী ও কুমিল্লাগামী রুটে দীর্ঘ যানজট দেখা দেয়।

তিনি জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি বাড়তে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে রেকার এনে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও যানজট কমেনি। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।

 

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুন ২১, ২০১৭ ১:১২ অপরাহ্ণ