২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

 নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ রসুল মিয়া (৩১)কে টেনেহেঁচড়ে নিয়ে গেছে বিএসএফ। রবিবার ভোরে বুড়িহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

 বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৫ এর ৫ নম্বর সাব পিলার দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যান ১০/১২ জন গরু ব্যবসায়ী। এসময় চামটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রসুল। তিনি কালিগঞ্জ উপজেলার সেবকদাশ গ্রামের হযরত আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ :মে ৭, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ