অনলাইন প্রতিবেদক :
ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আগামী ২৯ জুন পর্যন্ত যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ। মঙ্গলবার (২০ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ে সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। বাসের ছাদে ও ট্রাকে বহন করা যাবে না যাত্রী। এছাড়া করা যাবে না ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক-মহাসড়কে অনিয়ম ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চালাবে বিআরটিএ’র বিশেষ দল।
দৈনিক দেশজনতা/ এমএইচ