নিজস্ব প্রতিবেদক :
যৌতুক আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরাফাত সানী। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আরাফাত সানীর আইনজীবী এম জুয়েল আহম্মদ বলেন, এ মামলায় আরাফাত সানী জামিনে ছিলেন। সম্প্রতি মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলি হয়ে আসে। মামলাটি এই আদালতে বদলি হয়ে আসার পর আদালত আরাফাত সানীর বিরুদ্ধে গতকাল সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত বিষয়ে অবগত হয়ে আরাফাত সানী আজ জামিন নিতে আসেন। আমরা আরাফাত সানীর অনিচ্ছাকৃত ভুলের কথা তুলে ধরে তার জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ১৬ জুলাই চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

