১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

ভারি বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

ভারি বর্ষণের ফলে ফের পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সব পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

সহকারী আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ফের ভূমিধসের শঙ্কা রয়েছে। তিনি আরও জানান, আগামীকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত আবহাওয়ার এ সতর্কবার্তা বহাল থাকবে।

প্রসঙ্গত, গত ১২ ও ১৩ জুন ভারি বর্ষণের সাথে পাহাড় ধসের ঘটনা ঘটে। আর এ ঘটনায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় ১৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ