১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটকের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদগঞ্জে পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা খোরশেদ আলম শিমুলকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। পরে তাকে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে আটককৃত ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ করেছেন সভাপতি নিজেই।

জানা গেছে, ফরিদগঞ্জ থানার এসআই সুমন চন্দ্র দাস, এসআই আবু নাছের, এএসআই কামাল উদ্দিন, বিল্লাল হোসেন, বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স সোমবার রাতে পৌর এলাকার কেরোয়া গ্রামে অভিযান চালিয়ে কেরোয়া  ব্রীজ সংলগ্ন সোলেমান ডিলারের বাসার ২য় তলা থেকে খোরশেদ আলম শিমুলকে ২টি লম্বা ধারালো ছোরা, ১টি চাকু, ২টি স্টিক বাটন উদ্ধার করে। পরে এসআই সুমন দাস বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ