২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

চট্টগ্রামে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ‘গোলাগুলিতে’ নিহত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর নুর গোলাগুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাতে আনোয়ারা উপজেলার হাজিগাঁও এলাকার চায়না ইকোনমিক জোনে এ ঘটনা ঘটে। পুলিশ রবিবার (৭ জুলাই) সকালে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
আব্দুর নুরের বাড়ি আনোয়ারার বৈরাগ এলাকায়।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চায়না ইকোনমিক জোন এলাকায় একটি মরদেহ পড়ে আছে—স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারি মরদেহটি আব্দুর নুরের। সে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি। তার নামে থানায় তিনটি ছিনতাই মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের কেউ তাকে গুলি করে হত্যা করে থাকতে পারে। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
প্রসঙ্গত, বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারার চৌমুহনীর কালারমার দিঘি এলাকা থেকে এক কিশোরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার কর হয়। রাত ৮টায় ছুটির পর কারখানা থেকে বের হয়ে সিএনজিতে করে বাড়ি ফেরার পথে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ মামুন (২০) ও হেলাল (৩০) নামে দু’জনকে আটক করে। তারা পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করে।
প্রকাশ :জুলাই ৭, ২০১৯ ১:২৪ অপরাহ্ণ