২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকবে: আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনের আগের বিরোধী দলগুলো যে ঐক্য গড়ে তুলেছিল তা অটুট থাকবে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট জনগণের ঐক্য, আগামীতে এ ঐক্য আরও শক্তিশালী হবে। গতকাল বিকেলে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বিকেল ৪টায় রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়। শেষ হয় ছয়টায়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, তাঁর স্ত্রী তানিয়া রব, দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, শহিদ উদ্দীন আল মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীর প্রতীক, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়্যিদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী।

প্রকাশ :জুন ১১, ২০১৯ ১০:১১ পূর্বাহ্ণ