২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৫

ব্যয়বহুল ডিভোর্সে রেকর্ড, ৩৫০০ কোটি ডলারে বিচ্ছেদে সম্মত বেজস দম্পত্তি

বিদেশ ডেস্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড করতে চলেছেন অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ও তার স্ত্রী ম্যাককেনজি বেজস।

সাড়ে তিন হাজার কোটি ডলারের বিনিময়ে ডিভোর্সে তারা সম্মত হয়েছেন। ডিভোর্স চুক্তি অনুসারে, অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাবেন ম্যাককেনজি। কিন্তু পরিচালনা পর্ষদে তার ভোট দেওয়ার অধিকার পাবেন জেফ। এর আগে অ্যামাজনের ১৬.৩ শতাংশের মালিকানা ছিল জেফের। এ বিষয়ে নিজের প্রথম টুইটে ম্যাককেনজি বলেছেন, ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে পেরে তিনি কৃতজ্ঞ।

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ফক্স টিভির সাবেক উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেজস জেফ। এর মধ্যেই এই ডিভোর্সের ঘোষণা নিশ্চিত করলেন ম্যাককেনজি।

এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক উয়াইল্ডেন্সটেইন ও তার স্ত্রী জোসেলিন উয়াইল্ডেন্সটেইনের। ১৯৯৯ সালে ৩৮০ কোটি ডলারের (বর্তমান সময়ে যার মূল্য ৫৭০ কোটি ডলার) বিনিময়ে তাদের ডিভোর্স হয়।

প্রকাশ :এপ্রিল ৫, ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ণ