২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২২
FILE PHOTO: Saudi dissident Jamal Khashoggi speaks at an event hosted by Middle East Monitor in London Britain, September 29, 2018. Picture taken September 29, 2018. Middle East Monitor/Handout via REUTERS/File Photo

খাশোগি হত্যাকাণ্ডে জট খুলতে পারে হোয়াটসঅ্যাপ বার্তা

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জট খুলতে পারে হোয়াটসঅ্যাপ বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সৌদি থেকে নির্বাসিত ওই অ্যাক্টিভিস্টের সঙ্গে আদান-প্রদান হওয়া চার শতাধিক বার্তা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আব্দুল আজিজকে দেয়া ওই বার্তাগুলোতে খাশোগি যুবরাজ সালমানকে কখনও ‘পশু’ আবার কখনও ‘প্যাকম্যান’ হিসেবে অভিহিত করেছেন।

সালমানের বিষয়ে খাশোগি বলেন, তিনি এমন একজন ব্যক্তি যে তার পথে বাধা হয়ে দাঁড়াবে, তাকেই তিনি নিশ্চিহ্ন করে দেন। এমনকি ওই সব ব্যক্তি যদি তার সহযোগী কিংবা ঘনিষ্ঠ হলেও মাফ পান না।

সিএনএনের হাতে আজিজ ও খাশোগির মধ্যে আদান-প্রদান হওয়া ওইসব বার্তার মধ্যে ভয়েস রেকর্ডিং, ছবি এবং ভিডিও রয়েছে। সৌদি যুবরাজ সালমান একজন ব্যক্তিকে কতটা সমস্যায় ফেলতে পারেন বা অনেকেই কেমন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তার চিত্র পাওয়া যায় এসব বার্তায়।

গত বছরের মে মাসে সৌদির বেশ কিছু অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে যুবরাজ সালমান ধরপাকড় ও গ্রেফতার অভিযান শুরু করলে সেই সময় আবদুল আজিজকে দেয়া এক বার্তায় যুবরাজকে নিয়ে খাশোগি বলেন, যত লোক তার ক্ষতি করবে, তত লোককেই তিনি শেষ করে দেবেন।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ