চীনের উত্তরাঞ্চলে একটি রাসায়নিক কারখানার কাছে শক্তিশালী বিস্ফোরণের পর সেখানে আগুন লেগে অন্তত ২২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনের উত্তরাঞ্চলের এই শহরেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের আয়োজন করা হবে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারনি কর্তৃপক্ষ।
স্থানীয় প্রচারণা বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অ্যাকাউন্টে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি ঘটে। এই বিস্ফোরণে ছোটবড় ৩৮টি ট্রাক ও ১২টি প্রাইভেট কার পুড়ে গেছে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে। তবে বিস্ফোরণে রাসায়নিক কারখানাটির কোনো ক্ষতি হয়েছে কি-না তা জানা যায়নি।