প্যারিস কিংবা ওয়াশিংটন ডিসির আয়তনের প্রায় সমান হাজার ফুট গভীর গর্তের সন্ধান পাওয়া গেছে! গ্রিনল্যান্ডের বরফের নিচে যে এত গভীর গর্ত রয়েছে, কেউ তা ভাবতেও পারেনি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, গর্তটির গভীরতা প্রায় এক হাজার ফুট এবং চওড়ায় ৩১ কিলোমিটার। শুধু গভীর নয়, গর্তটি আকারও বিশাল। এটি প্যারিস কিংবা ওয়াশিংটন ডিসির আয়তনের সমান।
কিভাবে গর্তটি সৃষ্টি হলো, তা এক আশ্চর্য। গবেষকদের অনুমান, আজ থেকে প্রায় ৩০ লাখ বছর আগে ৮০০ মিটার লম্বা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেই গর্তটি হয়েছে। সম্প্রতি জার্নাল সায়েন্স অ্যাডভান্সে গর্তটি নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।