আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের প্রাক্–প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
হেলালউদ্দীন আহমদ বলেন, তফসিলের পর শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাদকসেবী, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সব ব্যাংকে ঋণখেলাপিদের তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।
সচিব বলেন, আবহাওয়া অধিদপ্তর বৈঠকে জানিয়েছে, ডিসেম্বরের শেষে প্রচণ্ড শীত থাকবে। জানুয়ারির প্রথম ১০ দিন শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে