২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২২

আগোরায় পচা শোলমাছ, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান দুই নম্বরের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর ভ্রাম্যমাণ আদালত।সোমবার পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখা এবং খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এবং মাসুম আলী বেগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে একজন মাংস বিক্রেতা ও একজন সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা উভয়ে বাজারে প্রদর্শিত মূল্য তালিকায় উল্লিখিত দরের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করছিল।

এসময় বাজারের করিডোরে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১১ জন দোকানীকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধীনে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশিমূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদ উল্লেখ বিহীন ৪ কেজি ওজনের পচা শোল মাছ বিক্রির অপরাধে গুলশান এভিনিউয়ে অবস্থিত অভিজাত বিপনী বিতান আগোরাকে ২ লাাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে গুলশান এভিনিউয়ের বেলা ইটালিয়া রেস্তোরাঁকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রেস্তোরাঁটির রান্নাঘরে পোড়া তেল এবং একইসঙ্গে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য হিমায়িত অবস্থায় পাওয়া যায়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ