ক্রীড়া ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের চলমান ১০ম আসরে নিজেদের দ্বিতীয় খেলায় ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে নেপাল। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে সাফের এক আসরের চ্যাম্পিয়নরা। এর আগে তারা প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছিল।
আগামী রোববার স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে খেলা রয়েছে নেপালের। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে নেপাল।
বৃহস্পতিবার বিকাল চারটায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে অনন্ত তামাংয়ের গোলে ১-০তে এগিয়ে যায় নেপাল। খেলার দ্বিতীয়ার্ধে আগের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে তারা।
খেলার ৭১ মিনিটে সুনিলের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। এরপর আট মিনিট ফের গোল করে দলকে আরও একধাপ এগিয়ে নেন ভাহারত খওয়াস। ৮৮ মিনিটে দলের জয়ে শেষ গোলটি করেন নিরঞ্জন খদকা।