২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১০

ঘূর্ণিঝড় মারিয়ায় পুয়ের্তো রিকোতে প্রাণ হারিয়েছেন ২,৯৭৫ জন

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে গত বছরের সেপ্টেম্বরে হারিকেন মারিয়ার আঘাতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯৭৫ জন মানুষ। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা বলা হয়েছিল ৬৪ জন। তবে এই সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। প্রায় এক বছরের বিতর্কের পর পুয়ের্তো রিকো সরকার জানিয়েছে, নতুন এ সংখ্যাকে মৃতের প্রকৃত সংখ্যা হিসেবে ধরে নেয়া হবে।

পুয়ের্তো রিকো সরকার নিযুক্ত একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ভূখণ্ডের গভর্নর রিকার্দো রোসেলো কমিশনের এই প্রতিবেদন সত্য বলে মেনে নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আনুষ্ঠানিকভাবে এ ঝড়ের ঘটনায় ২ হাজার ৯৭৫ জন মারা যাওয়ার খবর প্রকাশের নির্দেশ দিচ্ছি।

তিনি আরো বলেন, যদিও এটি একটি অনুমান, তবে এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে।

মারিয়ার আঘাতের পর থেকে এখন পর্যন্ত অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থা মেরামত নিয়ে হিমশিম খাচ্ছে পুয়ের্তো রিকো কর্তৃপক্ষ। মেরামতের জন্য মার্কিন কংগ্রেসের কাছে তারা ১৩ হাজার ৯০০ কোটি ডলার সাহায্য চেয়েছে।- বিবিসি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ