২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৫

নিউ অর্লিয়ন্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ন্সের একটি শপিং মলের বাইরে দুই বন্ধুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় নিউ অর্লিয়ান্সের লুসিয়ানার ক্লেবোর্ণ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। খবর: দ্য সান।

নিউ অর্লিয়ন্স পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল হ্যারিসন বলেন, ‘চিকেন’ রেস্তোরার সামনে জনাকীর্ণ জায়গায় হঠাৎ করে দুইজন হুড পরা যুবক গুলি শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ১০ জনগুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে ৩ জন নিহত হন। বাকিরা আহত হন।

তিনি বলেন, তাদের একজনের হাতে ছিল একটি লম্বা বন্দুক। আরেকজনের হাতে ছিল পিস্তল। একজন যখন গুলি চালাচ্ছিল অন্যজন দাঁড়িয়ে দেখছিল। গুলি চালানোর পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। আহত ৭ জনের একজনের অবস্থা আশংকাজনক ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বাকি ৬ জনের অবস্থা ততটা গুরুতর নয়।

প্রত্যক্ষদর্শী আইনজীবী লরেন্স রুশো বলেন, তিনি রেস্তোরাঁটির পাশে একটি পেট্রোল পাম্পে থেমেছিলেন তেল নেওয়ার জন্য। এ সময় হঠাৎ গুলির শব্দ শুনে তিনি ভেবেছিলেন পটকা ফুটছে। ১৩ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পান তিনি।

জরুরী সেবা ব্যবস্থার মূখপাত্র জোনাথান ফোরকেইড বলেন, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স নিয়ে। আহত ৭ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

তবে তদন্তের স্বার্থে পুলিশ নিহত বা আহত কারো কিংবা সন্দেহজনক খুনীর নাম প্রকাশ করেনি।

প্রকাশ :জুলাই ২৯, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ