২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৯
টিভি থেকে নেওয়া

এইচএসসিতে পাসের হার ৬৬.৬৪%

নিজস্ব প্রতিবেদক:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এবার পাসের হার ২ দশমিক ২৭ শতাংশ কমেছে। গতবার এ হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এবারের মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ৬২ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।
এবার পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনে ফল প্রকাশ করা হচ্ছে। দুপুর ২টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ