২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৬

নাটোরে ৭ শিক্ষার্থীকে অপহরণের মূলহোতা আটক

নাটোর প্রতিবেদক:

নাটোরে সাত শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি শিক্ষক আব্দুস ছাত্তারকে (৩০) আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে জেলার সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুস ছাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহান সরদারের ছেলে। তিনি নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে আব্দুস সাত্তার মাদ্রাসার সাত শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবকরা পুলিশকে জানায়।

পরে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে ওই সাত শিক্ষার্থীকে উদ্ধার করলেও আব্দুস সাত্তারকে ধরা যায়নি। পরে মোবাইল ট্র্যাকিং করে আব্দুস সাত্তারের অবস্থান শনাক্তের পর তাকে আটক করে র‌্যাব।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ৪, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ