নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূল অতিক্রম করার পর বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৭১ জন জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ওই ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরী জানান, বাঁশখালী থেকে চারদিন আগে দুটি ইঞ্জিনচালিত ট্রলার গভীরে সাগরে মাছ ধরতে যায়। নৌকা দুটিতে মোট আটজন মাঝি-মাল্লা ছিলেন। ঝড়ের পর এখনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে কুতুবদিয়া অঞ্চল থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া চারটি ট্রলার তীরে ফিরে আসেনি বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী।
তিনি জানান, সেগুলোতে মোট ৬৩ জন মাঝি-মাল্লা থাকা ছিলেন। নৌকা মালিক সমিতির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তারা এখন পর্যন্ত ওই নৌকাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে ঘূর্ণিঝড় মোরা মঙ্গলবার ভোরে কক্সবাজার উপকূলে আঘাত হানে। এরপর সেটি চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। দুপুর নাগাদ সেটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।
মোরার আঘাতে তিন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ছয়জন, রাঙ্গামাটিতে দুইজন, ভোলায় আশ্রয়কেন্দ্রে যাবার পথে এক শিশুর মৃত্যু হয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ