২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৭

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে তৈরি জঙ্গিবিমান জেএফ-১৭ কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মালয়েশিয়া। রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিস এশিয়া-২০১৮ প্রদর্শনীর অবকাশে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা এ তথ্য জানান। ধারণা করা হচ্ছে- জেএফ-১৭ বিমান রাজকীয় মালয়েশিয়া বিমান বাহিনীর সন্তুষ্টি অর্জন করবে।

পাকিস্তানের ওই কর্মকর্তা বলেন, “মালয়েশিয়ার বিমান বাহিনীর সম্ভাব্য চাহিদা হবে কার্যকর বিমান তবে দামে সস্তা। এ বিষয়টি নিয়ে আমরা সচেতন রয়েছি।” পাক এ কর্মকর্তা আরো বলেন, এখনো বিমান বিক্রির বিষয়ে বড় কোনো আলোচনা হয় নি; তবে দু দেশের সরকারি চ্যানেলে বিষটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। জেএফ-১৭ বিমান নিয়ে পাকিস্তানি কর্মকর্তা বলেন, তার দেশ প্রয়োজনে মালয়েশিয়ার স্থানীয় শিল্প-কারখানায় এ বিমান তৈরি করে দিতে প্রস্তুত রয়েছে। তবে মালয়েশিয়ার চাহিদার ওপর সেটা নির্ভর করছে বলে জানান তিনি।

এর আগে, ২০১৫ সালেও একবার খবর বের হয়েছিল যে, মালয়েশিয়ার সরকার পাকিস্তান থেকে জেএফ-১৭ বিমান কেনার কথা বিবেচনা করছে কিন্তু তাৎক্ষণিকভাবেই কুয়ালালামপুর তা অস্বীকার করেছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ