শিল্প–সাহিত্য ডেস্ক:
এতোদিন কোথায় ছিলে
কবীর হাসান
যদিও এটা প্রথম দেখা নয়
এমন অনেকদিন কেটে গেছে
মাসের পর মাস, বছর কেটে গেছে,
খুব কাছাকাছি থেকে দেখেছি তোমাকে,
মুখোমুখি দাঁড়িয়ে আড্ডা দিয়েছি,
কাঁধে কাঁধ মিলিয়ে হেটেছি বহুপথ,
অথচ এতো বছর পর তোমাকে দেখে
মনে হচ্ছে পূর্বে তোমাকে যেন কোনদিন দেখিনি!
আমি নারী দেখেছি
দেখেছি নারীর সৌন্দর্য,
এ কেমন রুপের ঝলক দেখালে তুমি,
আজ তোমাকে দেখে মনে হল
তুমিই যেন আমার দেখা শ্রেষ্ ঠনারী!
এতোদিন কোথায় ছিলে তুমি
কোথায় লুকিয়ে রেখে ছিলে
আশক্তি ভরা এতো রুপ!
তোমার শকুনির দৃষ্টির মত চঞ্চল চোখে
আমিযা দেখেছি
চির-শত্রুর হৃদয়ে ও জন্ম নিবে ভালবাসা,
তোমার মায়াবী মুখ
মাদক-মিশ্রিত গোলাপী ওষ্ঠে আমি যা দেখেছি
জল্লাদের রক্তেও জাগাবে শিহরণ!
তোমার রুপের নেশায়
এ কেমন উন্মাদনায় মাতালে আমাকে,
আজ বার বার ডুবে মরতে ইচ্ছে করছে
তোমার মায়াবী রুপের সমুদ্রে।