২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

সকলে এগিয়ে এলেই নারীর প্রকৃত উন্নয়ন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা পেরিয়ে নারীর সামষ্টিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, নারীর উন্নয়ন হয়েছে কিন্তু যেসব প্রতিবন্ধকতা ও সংকট নারীকে পিছিয়ে দিচ্ছে, তার সমস্যা চিহ্নিত করা এবং এই সংকট থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টায় নারী-পুরুষকে এগিয়ে এসে একযোগে কাজ করতে হবে। তবেই নারীর প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীবান্ধব আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। নারীর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ফলে নারীদের অগ্রযাত্রায় পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাদের নিজের মধ্যে যে শংকা রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারী এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বাসস।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :মার্চ ৬, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ