২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

নিউজিল্যান্ডের দিকে ঘূর্ণিঝড় ‘গিতা’ এগুচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্রে তান্ডব চালানোর পর ঘূর্ণিঝড় গিতা নিউজিল্যান্ডের দিকে এগুচ্ছে এবার। ঘূর্ণিঝড়টির আগাম সতর্কতায় দেশের দক্ষিণ প্রান্তের দ্বীপ ক্রাইস্টচার্চে জরুরী অবস্থা জারি করেছে নিউজিল্যান্ড।

সেখানকার কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করেছে। ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। এছাড়া নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ক্রাইস্টচার্চের ফ্লাইটগুলো বাতিল করেছে।

স্থানীয় বাসিন্দারা ঘূর্ণিঝড় পরবর্তী জলোচ্ছ্বাস এবং ১৫০ কিলোমিটারেরও বেশি গতির বায়ু প্রবাহের আশঙ্কা করছেন।

ক্রাইস্টচার্চের মেয়র লিয়ানে ডেজিয়েল জানিয়েছেন ঘুর্ণঝড়টি বুধবার শেষ রাতের দিকে পুরোপুরি আঘাত হানতে পারে। তিনি বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। বন্যার আশঙ্কা করে তিনি বাসিন্দাদের আগে থেকেই সতর্ক থাকতে বলেছেন।

এর আগে গিতা প্রশান্ত মহাসাগর কয়েকটি দ্বীপরাষ্ট্রে আঘাত হানে এবং সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয় টোঙ্গাতে। অনেক ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি দেশটির পার্লমেন্টও ক্ষতিগ্রস্থ হয়।

গত ৬০ বছরের মধ্যে এটি ছিলো সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর মাত্রা ছিলো চার। টোঙ্গা ছাড়াও ক্ষতিগ্রস্থ হয় ফিজি, সামোয়া, ভানুয়াতু, আমেরিকান সামোয়াসহ বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্র।  সূত্র: বিবিসি

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১:৪৮ অপরাহ্ণ