আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মোদি সরকারের বিজেপি শিবিরে যোগ দেয়ায় ২৫টি পরিবারকে মসজিদে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভারতের পূবের রাজ্য ত্রিপুরার মোইদাতিলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে । রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়েছে একই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
গ্রামের ওই পরিবারের লোকেদের গ্রামের মসজিদে প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে। যার জেরে চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরার মোইদিতলা গ্রামে।
ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪ এর তথ্য মতে, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে নাম লেখায় ওই গ্রামের ২৫ টি পরিবার। যা নিয়ে গ্রামের মধ্যেই শুরু হয়েছে অশান্তির আবহ। অন্যান্য পরিবারগুলি বিজেপি সমর্থিত পরিবারগুলিকে মসজিদে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে।
এই অবস্থায় গেরুয়া পতাকাধারী ওই পরিবারবর্গ গ্রামে নির্মাণ করেছে অস্থায়ী মসজিদ। টিনের ছাউনি এবং বাঁশ দিয়ে তৈরি ওই মসজিদেই আপাতত চলছে নামাজ পড়া।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ত্রিপুরার মোইদিতলা গ্রামের মোট জনসংখ্যা মাত্র ১০০০ জন। মোট মুসলিম পরিবারের সংখ্যা ৮৩। এর মধ্যে ২৫টি পরিবার বিজেপি শিবিরে নাম লেখানোয় ঘটেছে বিপত্তি।
দৈনিক দেশজনতা /এমএইচ