২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৪

মিয়ানমারের সঙ্গে ইইউ’র সম্পর্ক পুনর্মূল্যায়ন জরুরি

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদস্যরা বলেছেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানো ও তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের সঙ্গে ইইউ’র সম্পর্ক পুনর্মূলায়ন জরুরি হয়ে পড়েছে। তারা বলেছেন, ইইউ’কে অবশ্যই মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করতে হবে এবং নতুন নীতি গ্রহণ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব-কমিটির (ডিওআরআই) প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেছেন।
ডিওআরআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ খুবই উদ্বিগ্ন। গেল সপ্তাহে বাংলাদেশ সফরকালে এটা স্পষ্ট হয়েছে যে, মিয়ানমারের বিভিন্ন এলাকায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধি দলের প্রধান পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি বলেন, এর ফলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সফরকালে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ