আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হিজবুল্লাহর স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব বাণিজ্যের মাধ্যমে নিজের আর্থিক সামর্থ্য সচল রাখে হিজবুল্লাহ। হোয়াইট হাউজ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বাণিজ্য বন্ধ ও সম্পদ জব্দের ব্যবস্থা নেয়া হবে। এছাড়া লেবানন, সিয়েরালিওন, লাইবেরিয়া ও ঘানার মোট ১৩ ব্যক্তিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে সাতজন ব্যবসায়ী রয়েছেন।
মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য ও পশ্চিম আফ্রিকায় বিস্তৃত হিজবুল্লাহর নেটওয়ার্ককে চিহ্নিত ও বাধাগ্রস্ত করতে মার্কিন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিরলসভাবে বিশ্বজুড়ে হিজবুল্লাহর অর্থনৈতিক নেটওয়ার্ক নস্যাৎ করব। হিজবুল্লাহর ওপর ইরানের প্রভাব সীমাবদ্ধ করার অংশ হিসেবে মার্কিন প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ প্রক্রিয়ার প্রথম অংশ হচ্ছে এটা।
দৈনিকদেশজনতা/ আই সি