২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪১

জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মিশন

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ২০০৯ সালে। ৯ বছর পর আবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দেশের লড়াই। সেবারের মত এবারও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই সিরিজ। সোমবার বেলা ১২ টায় শুরু হবে এই দ্বৈরথ। বাংলাদেশ জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশই। দুই দলের ৬৭ লড়াইয়ের মধ্যে টাইগাররা জিতেছে ৩৯ বার। আর জিম্বাবুয়ে ২৮ বার। বাংলাদেশে সর্বশেষ দুই সফরেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশে খেলা ৩৬ ম্যচের ২৫ টিতেই হেরেছে জিম্বাবুয়ে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারদিনের টেস্টও হেরেছে। তবে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের সর্বশেষ ওয়ানডে সিরিজে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে জিম্বাবুয়ে। আর দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমার তো বলেছেনই বাংলাদেশ-শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য তাদের আছে।

বাংলাদেশেরও অনেক কিছু প্রমাণ করার আছে এই সিরিজে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকে জয়বিহীন অবস্থায় ফিরতে হয়েছে। সেই সফরেই পদত্যাগ করা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্বে আছেন। আরেক সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক এখন জিম্বাবুয়ের প্রধান কোচ। মাশরাফিদের খুটিনাটি জানা এই কোচদের দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাও যে একটা চ্যালেঞ্জ টাইগারদের জন্য।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ