২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৮

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শিক্ষাভবন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সংশ্লিষ্টদের কোন দুর্নীতি সহ্য করা হবে না। আজ রবিবার ঢাকায় শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সঠিকভাবে ও সময়মত পরিদর্শন ও নিরীক্ষা না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা থাকে না। শিক্ষার মান উন্নয়নেও পরিদর্শন এবং নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি বলেন, পরিদর্শন ও নিরীক্ষা সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং মান উন্নয়নের জন্য তাগিদ সৃষ্টি করে। দক্ষ প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ার পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম গতিশীলতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অর্পিত দায়িত্ব আরও দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য তিনি ডিআইএ-এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বাসস।
 দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৫:৩৫ অপরাহ্ণ