নিজস্ব প্রতিবেদক:
ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কার্বন নতুন একটি ফোন দেশটির বাজারে ছেড়েছে। ফোনটির মডেল কার্বন অরা পাওয়ার ফোরজি প্লাস। এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। দেশটির বাজারে ফোনটির মূল্য ৫ হাজার ৭৯০ রুপি। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে।
কার্বনের নতুন ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে আছে কোয়াডকোর প্রসেসর। র্যাম আছে ১ জিবি। বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ডুয়েল সিম স্লট আছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস।
দৈনিক দেশজনতা/এমএইচ /সময়: ১১.০০