২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

আজ বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে লাভ কুমিল্লার,ক্ষতি রংপুরের

স্পোর্টস ডেস্ক:

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলে এসে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রোববারও সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে মিরপুরের আকাশ দেখে মনে হচ্ছে, ‘ফাঁকা মাঠে গোল’ দেওয়ার সুযোগ নাও পেতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

সকালে ভারী বৃষ্টি হলেও দুপুর থেকে বৃষ্টি নেই। অবশ্য আকাশ মেঘলা রয়েছে। এরই ফাঁকে মিরপুরের মাঠ ও উইকেট প্রস্তুতে মন দিয়েছেন মাঠ কর্মীরা। পুরোদমে চলছে উইকেটের কাজ। পাশাপাশি চলছে আউটফিল্ড প্রস্তুতেরও কাজ। এটা অনুমেয়, আশা জাগাচ্ছে শেরে বাংলার আকাশ।

বৃষ্টি না হলে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আগামী ১২ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে ঢাকার প্রতিপক্ষ এই ম্যাচের বিজয়ী দল।

উল্লেখ্য, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে লাভ হবে কুমিল্লার, ক্ষতি হবে রংপুরের। যদি বৃষ্টি থেমে কার্টেল ওভারে খেলা গড়ায়, তাহলে সর্বনিম্ন ৫ ওভার করে খেলা হবে। সেটি না হলে কাট অফ টাইমের পরে সুপার ওভার (১ ওভার) অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও খেলা সম্ভব না হলে বাইলজ অনুসারে ম্যাচের নিষ্পত্তি হবে।

অর্থাৎ ডেডলাইন প্রায় রাত ৯টা। এই সময়ের মধ্যে মাঠে বল না গড়ালে পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচটি। তাতে করে বৃষ্টির পাশাপাশি জয়টা ভিড়বে কুমিল্লার ঘাটে। সরাসরি শিরোপার মঞ্চে চলে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্বপ্নভঙ্গ হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৩:৫১ অপরাহ্ণ