২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১১

ট্রাম্পের স্বীকৃতি ফিলিস্তিনিদের অধিকারে চপেটাঘাত

নিজস্ব প্রতিবেদক:

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিকে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং নিজ রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের আকাঙ্ক্ষার ওপর চপেটাঘাত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি ডেকে আনবে। এতে বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। এই সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি, স্থিতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতি করবে।

খালেদা জিয়া বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং নিজ রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে। কিন্তু, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিপক্ষে গিয়ে ট্রাম্পের একতরফা স্বীকৃতির আমি প্রতিবাদ জানাচ্ছি। তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণে বিশ্ব নেতৃবেন্দর প্রতি আহ্বান জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ