২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

বিপিএলে শেষ চারের দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: 

বিপিএলে শেষ চার বা প্লে অফে কোন চার দল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে। রংপুর রাইডার্স গতকাল রোববার খুলনাকে হারিয়ে শেষ চারে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস আগেই নিশ্চিত করেছে প্লে অফ।

কোন চার দল প্লে অফে খেলবে তা চূড়ান্ত হলেও দলগুলোর এখনো ম্যাচ বাকি থাকায় কারা কোয়ালিফায়ার ও এলিমেনেটরে খেলবে তা চূড়ান্ত হয়নি। রোববারের জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে গেল রংপুর। ১১ ম্যাচে সিলেটের পয়েন্ট ৯ ও রাজশাহীর ৮। তাই পরের ম্যাচে এই দুটি দল জয় পেলেও রংপুরকে ছুতে পারবে না তারা।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের একে থাকা নিশ্চিত। ঢাকা, খুলনা ও রংপুরের মধ্যে লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। প্রত্যেকের একটি করে ম্যাচ বাকি আছে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট করে ঢাকা ও খুলনার। রান রেটে এগিয়ে থাকায় ঢাকার অবস্থান দুইয়ে। শেষ ম্যাচে খুলনা খেলবে কুমিল্লার সাথে আর পরস্পরের মোকাবেলা করবে ঢাকা ও রংপুর। তাই এদুটি ম্যাচের মাধ্যমে ঠিক হয়ে দুই, তিন ও চার নম্বর স্থান।
ঢাকা ও খুলনা উভয় দল নিজ নিজ ম্যাচে জিতলে পয়েন্ট হবে সমান (১৫)। সেক্ষেত্রে রান রেট হবে নির্ধারক। রংপুর ঢাকার বিপক্ষে জিতলে হবে ১৪, আর খুলনা যদি কুমিল্লার কাছে হেরে যায় তাহলে রংপুর দ্বিতীয় হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ