২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৪

বিনা ভোটের এমপি বলায় জাপা নেতার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) ও বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামিম সাংবাদিকদের জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
নথি থেকে জানা যায়, তাজ রহমান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এমপি সেলিম উদ্দিনকে ইঙ্গিত করে বিনা ভোটের এমপি জাতীয় পার্টির (জাপা) শত্রু বলে স্ট্যাটাস দেন এবং এর পরদিন একটি জাতীয় পত্রিকায় তিনি বিবৃতিতে বলেন, বিনা ভোটের এমপি সেলিম উদ্দিন সমাজের নিকৃষ্ট ব্যক্তিদের তালিকায় রয়েছেন।
বিনা ভোটের এমপি উল্লেখ করার মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার ও মাননীয় সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বাদী হয়ে সিলেট জকিগঞ্জ আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করে। এর ভিত্তিতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ টি ইউ তাজ রহমানের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ