২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০১

এক ম্যাচে সাকিবের দুই রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৪তম ম্যাচে বল হাতে দুই রেকর্ড গড়লেন ঢাকা ডায়নামাইটস কাপ্তান সাকিব আল হাসান। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে একাই পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। যার সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং অর্জনও লুফে নিলেন সাকিব।

টি-টোয়েন্টিতে সাকিবের বেস্ট বোলিং ফিগার ১৫ রান খরচায় ৪ উইকেট। অপরদিকে বিপিএলের পাঁচ আসরে অদ্যাবধি এক ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তি আছে মোট নয় জনের। যার মধ্যে সাকিবের অবস্থান তৃতীয়। ২০১২ বিপিএলে ৩.২ ওভার বোলিং করে ৬ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ সামি। এখন পর্যন্ত তিনিই সবার ওপরে।

সামির পরেই আছেন কেভিন কুপার। ২০১৫ সালের বিপিএলে ৪ ওভারে ১৫ রান খরচ করে ৫ উইকেট বগলদাবা করেছিলেন কুপার। চার নম্বর আসনটি কুমিল্লা ভিক্টোরিয়ানস পেসার হাসান আলীর দখলে। ৩.৩ ওভারে ২০ রান দিয়ে এই পাক বোলার নেন ৫ উইকেট।

এদিকে সাকিব-আফ্রিদি-আমিরদের বোলিং তোপে রংপুর পূঁজি হিসেবে পেয়েছে ১৪২ রান। একমাত্র ক্রিস গেইল ছাড়া বাকি কোনো ব্যাটসম্যানই মন ভরাতে পারেনি রংপুর দর্শকদের। ক্যারিবিয়ান এই মারকুটে ব্যাটসম্যান ২৮ বলে ৫ চার ৪ ছয়ে দলকে উপহার দেন ৫১ রানের ঝলমলে ইনিংস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৯:৪০ অপরাহ্ণ