২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৪

রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শনিবার বিকাল থেকে শুরু হয়েছে ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ উৎসবের আয়োজন করেছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

চলতি বছর বাংলাদেশ এবং ভারত থেকে পুরস্কার পাচ্ছেন ভিকে জোসেফ, আসাদুজ্জামান নূর, ব্রাত্য বসু, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও জয়া আহসান। থিয়েটার এবং সিনেমায় ভূমিকা রাখার জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীদের প্রতি বছর নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নামে এ পুরস্কার দেয়া হয়।

শনিবার হাসান আজিজুল হক ও অতিথিরা সম্মাননা পদক ভিকে জোসেফ, অধ্যাপক ফজলুল হক ও অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে প্রদান করেন। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠানের শেষ দিনে বাকি তিনজনের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এদিকে ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী নগরীর পদ্মাপাড়ের লালন মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর ঋত্বিক কুমার ঘটককে নিয়ে অধ্যাপক ফজলুল হকের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সেই সঙ্গে পুরস্কার বিতরণ ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ পদক দিয়ে আসছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৬:০৭ অপরাহ্ণ