২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৭

ক্যামব্রিজের শিক্ষার্থী হত্যায় দুই রংমিস্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাসানকে অপহরণ করে হত্যার অপরাধের দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন রোববার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহান ও বিল্লাল চাপরাসি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ জুলাই আসামি শাজাহান ও বিল্লাল নামের দুই প্রতিবেশী শিক্ষার্থী হাসানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পঞ্চাশ হাজার টাকা দেয়া হলেও তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দুইজনকে আসামি করে ২০১৪ সালের ১৮ নভেম্বর ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেন পুলিশ। ওই বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ