২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১২

ইরানের পরমাণু চুক্তিতে সমর্থনের আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পরমাণু চুক্তির সমর্থন আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান চুক্তির শর্ত অনুযায়ীই কাজ করছে যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের সমর্থন পাবার যোগ্য। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বিবৃতিতে পুতিন বলেন, কোনো এক পক্ষ একা পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না। মস্কো সবসময় তেহরানের পাশে রয়েছে বলেও জানান তিনি।

বুধবার একদিনের সফরে তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে রুশ রাষ্ট্রনায়ক এসব কথা বলেন। সিরিয়ায় যুদ্ধ শেষ করতে ইরান ও রাশিয়া একসাথে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে দেখা করেন পুতিন। ওই সময় খামেনি তাকে বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্রকে একা করে দিতে হবে। এ কাজে রাশিয়ার ইরানকে সহযোগিতা করা উচিত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ