২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১২

আইভরিকোস্টে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

আইভরিকোস্টের আবিদজানে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আবিদজান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার এ দুর্ঘটনা ঘটে। কার্গো বিমানটি ভেঙে কয়েক টুকরো হয়ে বিমানবন্দরের কাছে সমুদ্রসৈকতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক বাহিনী ও ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।
ঘটনাস্থল থেকে দুজনের লাশ সরিয়ে নিতে দেখেছেন ওই প্রত্যক্ষদর্শী। তিনি বিমানের ধ্বংসস্তূপের মধ্যে আরও দু’টি লাশ দেখার কথাও জানিয়েছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান দুজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে । ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। সমুদ্র উত্তাল হওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে বলে জানায় রয়টার্স। বিমানটি কোন কোম্পানির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় একটি টেলিভিশনকে এক নিরাপত্তা কর্মকর্তা জানান বিমানটিতে করে ফ্রান্সের সেনাদের জন্য রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ