২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩০

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, আটক ৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ৯ নেতাকে গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় এ বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখান থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমীরে জামায়াত মকবুল আহমাদ এবং সেক্রেটরি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জুুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোনও ফ্যাসীবাদী ও স্বৈরাচারি শক্তির শেষ রক্ষা হয়নি, আওয়ামী লীগেরও হবে না। তিনি জামায়াতের শীর্ষ নেতাদেরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরীর সহকারি সেক্রটারি লস্কর মোহাম্মদ তসলিম ও মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, মোস্তাফিজুর রহমান, ডা. শফিউর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষ হলে পুলিশ সেখান থেকে ৬ জনকে আটক করে নিয়ে যায় বলে দলীয় সূত্রে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ