২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২৮

ফিলিস্তিন পেলো ইন্টারপোলের সদস্যপদ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিন ইন্টারপোলের সদস্যপদ লাভ করেছে। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ পুলিশ সংগঠনটির সাধারণ অধিবেশনে সদস্যপদ দেওয়া হয়। ইন্টারপোল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুইটারে ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও সলোমন দ্বীপপুঞ্জ এখন ইন্টারপোলের সদস্য রাষ্ট্র।’ ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইসরাইল চেয়েছিল, এক বছর পরে ভোটাভোটি হোক। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলো। ইসরাইলের যুক্তি হলো-ফিলিস্তিন কোনো রাষ্ট্র নয়, তাই ইন্টারপোলের সদস্য হওয়ার যোগ্য নয়। ইসরাইল-ফিলিস্তিন চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজা শাসন করছে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এক বিবৃতিতে বলেছেন, ‘এই বিজয় সম্ভাব্য ছিল, কারণ ইন্টারপোলের অধিকাংশ সদস্য আমাদের পক্ষে ছিল।’

দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এক টুইটার বার্তায় বলেছে, ইন্টারপোলের ৭০ শতাংশের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। তিনি বলেন, ‘এই আনন্দের দিনে ফিলিস্তিন সরকার আবারও তাদের দায়-দায়িত্ব এবং অপরাধবিরোধী যুদ্ধ ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছে।’

প্রসঙ্গত, ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভ্যাটিক্যানের মতো পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। এ ছাড়া অল্পের জন্য জাতিসংঘের সদস্যপদ পাওয়া থেকে বঞ্চিত হয় দেশটি, যদিও দেশটির সদস্য হওয়ার জন্য সব ধরনের যোগ্যতা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ