নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম শতাব্দী বর্মন (২৩)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত শতাব্দী বর্মনের ভাই ধীরেন্দ্রনাথ বর্মন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শতাব্দী। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে শতাব্দী আত্মহত্যা করেছে সে সম্পর্কে তার পরিবার কিছু জানাতে পারেনি। মৃত শতাব্দী বর্মন পরিবারের সঙ্গে রাজধানীর উত্তর যাত্রবাড়ীর বিবিরবাগিচার একটি বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম কৃষ্ণ বর্মন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শতাব্দীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ