২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২১

আমেরিকা কখনো ভীত নয় বলে হুঁশিয়ারি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকা কখনো ভীত হতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার নাইন ইলেভেন হামলার বার্ষিকী উপলক্ষে পেন্টাগনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প একথা দেন।

তিনি সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলেন, যারা এমন কাজ করছে তাদের রেহাই নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ২০০১ সালের নাইন ইলেভেন হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পার্ল হারবারে হামলার চেয়েও ভয়ংকর। কারণ এই হামলায় বেসামরিক নাগরিকদের টার্গেট করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি বিমান আছড়ে পড়েছিল নিউ ইর্য়কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। যার জেরে ধ্বংস হয় ওই দুই টাওয়ার। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র আল কায়েদাকে অভিযুক্ত করে আমেরিকা।

এদিকে মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছে। তবে আবেদনে গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অব আপিলস দাদা-দাদী, চাচা-চাচী এবং চাচাতো ভাইয়ের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে যে নির্দেশনা দিয়েছে সেই বিষয়ে আবেদনে কিছু বলা হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ২:১২ অপরাহ্ণ