২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫১

বিচারক হয়ে ঢাকায় মিতালী মুখার্জি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় অবস্থান করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও ভারতের গজল তারকা মিতালী মুখার্জি। এবারের সফরের উদ্দেশ্য— চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’-এর ৬ষ্ঠ মওসুমে প্রধান বিচারকের দায়িত্ব পালন।

৯ সেপ্টেম্বর ঢাকায় এসেছেন মিতালী। তিনি বলেন, ‘গান নিয়ে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক পুরনো। একসময় নিয়মিতই গান করেছি। এবার গানের অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করছি। বিষয়টি দারুণ লাগছে।’ আরো জানান, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা বিচারকার্য নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

মিতালী বলেন, “বাংলাদেশের আনাচে-কানাচে গান শেখার এখন যে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে এটা সত্যিই অনেক ভালোলাগার এবং সংগীতের জন্য এটা অনেক বড় একটি বিষয়ও। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ফরিদুর রেজা সাগর ভাই এবং ইজাজ খান স্বপনকে এই উদ্যোগের সঙ্গে নিয়মিত থেকে গানকে সমৃদ্ধ করার জন্য। ‘সেরা কণ্ঠ’-এর বিচারক হিসেবে থাকতে পেরে আমি ভীষণ খুশি।”

রিয়েলিটি শো’টিতে বিচারক হিসেবে আরো আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ।

মিতালী মুখার্জির জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। সেখানেই নারায়ণ দাসের কাছে গানের প্রথম তালিম নেন তিনি। আলাউদ্দিন আলীর সুর ও সংগীতে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ চলচ্চিত্রে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিতালী। পরবর্তীতে বৈবাহিক সূত্রে এ শিল্পী ভারতে থিতু হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ