স্পোর্টস ডেস্ক:
আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে একটা প্রদর্শনী টুর্নামেন্ট। দীর্ঘ দিন পর নিজেদের ঘরের মাঠে বসে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নেওয়ার আশায় পাকিস্তানি সমর্থকরা উচ্ছ্বাস-উন্মাদনা আকাশ ছোঁয়া। তবে তাদের সেই উন্মাদনা রূপ নিচ্ছে হতাশায়। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখার সুযোগই থাকছে না কারণ মিলছে না টিকিট। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও কিনতে পারছে না টিকিট। টিকিট না পাওয়ার হতাশায় ক্ষোব্ধ হয়ে সমর্থকরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চৌদ্দিগোষ্ঠি উদ্ধার করছে।
অনেক প্রতীক্ষার পর নিজেদের ঘরের মাঠে বসে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ তা স্বাভাবিকভাবেই টি-টুয়েন্টি সিরিজটি নিয়ে পাকিস্তানীদের উন্মাদনা অন্য রকম। হন্যে হয়ে ছুটছে টিকিটের পেছনে তবু টিকিট মিলছে না। উচ্চ মূল্যের টিকিট অবশ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ৫০০ রুপি মূল্যের সাধারণ গ্যালারির টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।
অনলাইনে প্রথম ম্যাচের টিকিট বিক্রি করা হয়। কিন্তু অনেক দর্শকই অনলাইনে টিকিট কিনতে পারেননি তাই পরে পিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টিকিট বিক্রি করা হবে। লাহোর স্টেডিয়ামে সমর্থকরা তাই হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় টিকিট বিক্রি করা হবে শহরের দুই শপিংমল লিবার্টি চক ও লালিক চকে। নিরাপত্তার স্বার্থেই নাকি স্টেডিয়ামের পরিবর্তে ওই দুটি শপিংমলে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার সকালেই তাই দুটি শপিংমলের সামনে পড়ে যায় লম্বা লাইন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইন কেবল লম্বাই হতে থাকে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও টিকিটের বুথ আর খোলা হয় না। ২৫০০ থেকে ৮০০০ রুপির উচ্চমূল্যের টিকিট পাওয়া গেলেও সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যায়নি। জানিয়ে দেওয়া হয়, সাধারণ গ্যালারির সব টিকিটই বিক্রি হয়ে গেছে! একই কথা বলেছেন পিসিবির মিডিয়া ম্যানেজার রাজা কিসলিও। কিন্তু পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে, এখনো সাধারণ গ্যালারির ৩৫ শতাংশ টিকিট অবিক্রিত। ম্যাচের আগে চড়া মূল্যে বিক্রির জন্য সেই টিকিটগুলো কালো বাজারে ছাড়া হবে।
টিকিট না পাওয়ার হতাশা নিয়ে অনেকেই ফিরে যান বাড়ি। তবে বেশীর ভাগ সমর্থকই পিসিবির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে ক্রদ্ধ প্রতিক্রিয়া জানায়। প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর। মানে এখনো ৬ দিন বাকি। এখনই এই অবস্থা। ম্যাচের আগে আগে টিকিট নিয়ে পাকিস্তানিদের উন্মাদনাটা সহিংসতায় রূপ নেয় কিনা, সেই শঙ্কাই জাগছে।
দৈনিকদেশজনতা/ আই সি